
২৩তম পুরুলিয়া লিটল ম্যাগাজিন মেলায় আনুষঙ্গিক
প্রতিবছরের মতো এবারেও আনুষঙ্গিক বিভিন্ন লিটল ম্যাগাজিন মেলায় যোগদান করছে। তবে কোলকাতার গণ্ডি পেরিয়ে প্রথম বের হয় গতমাসে বর্ধমান লিটল ম্যাগাজিন মেলায়, এই মাসে লক্ষ্য পুরুলিয়া।
বাংলা ছোটো পত্রিকা ও প্রকাশনার জগতে আনুষঙ্গিক সেই ২০১৫ সাল থেকেই নানারকম পরীক্ষামূলক কাজ করে চলেছে। পরীক্ষার অভিমুখ সবসময় বাংলা ভাষার ব্যবহারিক দিকেই নির্দিষ্ট থাকলেও তার মধ্যে নতুনত্বের খোঁজ জারি থেকেছে। এই প্রেক্ষাপটে যেমন প্রতিবছর বাংলা নববর্ষে আকর্ষণীয় ক্যালেন্ডার প্রকাশ হোক বা রাজনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তনগুলোকে বাংলা ভাষায় মুদ্রিত করা। সেই ধারা মেনেই কবি নির্মল হালদারের সত্তর বছর জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এই বছর একটি বৃহত্তর পদক্ষেপ গ্রহণ করি; তথ্যচিত্রের কায়দায় আমরা একটি সুদীর্ঘ সাক্ষাৎকার নিয়ে ফেলি নির্মল হালদারের; প্রায় ৫০-৬০ ঘন্টার এই দীর্ঘ সাক্ষাৎকার পুস্তক হিসেবে প্রকাশিত হয় অগাস্ট মাসে— "ও কুমির, তোর জলকে নেমেছি"। নির্মল হালদার পুরুলিয়ার বাসিন্দা, আশাকরি পুরুলিয়ার কবিতাপ্রেমী পাঠক আমাদের এই সামান্য প্রয়াসকে গ্রহণ করবেন।













